বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্ধ ঘোষিত পাটকলগুলোর শ্রমিকদের জুন মাসের ১ সপ্তাহের বকেয়া মজুরি এবং ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি এবং অপরিশোধিত নববর্ষ ভাতা পরিশোধের জন্য ৮০ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয় এ বরাদ্দ দিয়েছে। এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেয়া হবে। ২০২০-২১ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটে ‘পরিচালন ঋণ’ খাত থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) অনুক‚লে ৮০ কোটি ৭৯ লাখ টাকার বরাদ্দ দেয়া হল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি বাবদ টাকা শ্রমিকদের প্রাপ্যতার ভিত্তিতে বরাদ্দ দিতে হবে। উদ্বৃত্ত অর্থ (যদি থাকে) বন্ধ ঘোষিত মিলগুলোর শ্রমিকদের গ্র্যাচুইটি/পিএফ-এর সঙ্গে সমন্বয় করতে হবে। চিঠিতে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ বর্ণিত খাত ছাড়া অন্য কোনও খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহিভর্‚তভাবে কোনও অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।