বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ৫ পুলিশ করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়ালো ১৫ জনে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার জানান, গত সোমবার বিকেলে আসা নমুনা পরীক্ষার ফলাফলে ৫ পুলিশ করোনা আক্রান্ত হয়েছে। পরে রাত সাড়ে ৮ টার দিকে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন করা হয়। এসময় থানার ওসি আব্দুল্লাহিল জামানসহ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলায় এ পর্যন্ত মোট ৪৩ জনের করোনা পজেটিভ ফলাফল আসে। চিকিৎসায় পর্যায়ক্রমে ২৭ জন করোনাজয়ী হলে তাদের ছাড়পত্র দেয়া হয়। একজন মারা যায়। বর্তমানে ৫ পুলিশসহ ১৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।