বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আরো ১৩৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় ৭টি ল্যাবে মোট ১১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ১২ দশমিক ৩৭ শতাংশ।
মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩০ জনের নমুনায়।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ২০ জনের নমুনায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে ৩২ জনের।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া গেছে ৩ জনের নমুনায়।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের মোট ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়, সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ জনের।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ২২ জনের। শেভরন ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ২৭ জনের।
নতুন ১৩৮ জনসহ চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৩ হাজার ৬৫ জন।
গত চব্বিশ ঘণ্টায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরো ৪০ জন। মোট সুস্থ ৭৮৭৮জন। সুস্থতার হার ৬০ শতাংশ।
চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ এপ্রিল। আর করোনা টেস্ট শুরু হয় ২৬ মার্চ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।