বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই তিনজন শেরপুর সদরের বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯২ । এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪৩ জন। মারা গেছেন ৫ জন।
২০ জুলাই সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান।
জানা যায়, এপর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১২৭ , নকলায় ৫৩, নালিতাবাড়ীতে ৬০, ঝিনাইগাতীতে ২৭ ও শ্রীবরদী উপজেলায় ২৫ জন রয়েছেন। তাদের মধ্যে ৯ জন চিকিৎসকসহ ৫০ জন স্বাস্থ্যকর্মী, ৩২ জন পুলিশ সদস্য, ১ জন জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ১জন সাংবাদিকও রয়েছেন। এপর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে: ৪১৯৭ , মোট রিপোর্ট প্রাপ্তি: ৪০৭০, আজ রিপোর্ট প্রাপ্তি : ২৪, রিপোর্ট হয়নি: ১২৭।
সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনার বিস্তার বেড়েই চলেছে। ৫ এপ্রিল প্রথম দুই নারীর করোনা শনাক্তের পর সাড়ে তিন মাসে জেলায় ২৯২ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
সুন্দরগঞ্জে ৫ পুলিশ করোনা আক্রান্ত,বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ পুলিশ করোনা আক্রান্ত হওয়ায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়ালো ১৫ জনে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার জানান, গত সোমবার বিকেলে আসা নমুনা পরীক্ষার ফলাফলে ৫ পুলিশ করোনা আক্রান্ত হওয়ায় রাত সাড়ে ৮ টার দিকে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র লকডাউন করা হয়েছে। উপজেলায় এ পর্যন্ত মোট ৪৩ জনের করোনা পজেটিভ ফলাফল আসে। চিকিৎসায় পর্যায়ক্রমে ২৭ জন করোনাজয়ী হলে তাদের ছাড়পত্র দেয়া হয়। একজন মারা যায়। বর্তমানে ১৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।