নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আগেই চোটে পড়ে মাঠের বাইরে ছিলেন ইমরুল কায়েস। কিন্তু এর কদিন পর করোনাভাইরাস মহামারিতে সব ক্রিকেটীয় কার্যক্রমই বন্ধ হয়ে যায়, ইমরুলের ব্যক্তিগত জীবনেও এই সমতে লাগে ঝড় ঝাপটা। খারাপ সময় কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছেন আশার ছবি দেখছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গতকাল সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনে আসেন ইমরুল। বৃষ্টির কারণে রানিং করতে পারেননি। ইনডোরে পুরোটা সময়ই থ্রো ডাউনে ব্যাট করেছেন।
সাড়ে চার মাসের মধ্যে ব্যাট ধরে বল পেটানো তার এই প্রথম। করোনা মহামারির মধ্যেই সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হয়েছে তাকে। কিন্তু বাঁচাতে পারেননি বাবাকে। চোট, মানসিক অস্থিরতা আর মহামারির ছোবল সামলে ক্রিকেটে ফেরার দিকে মন দেন জাতীয় দলের বাইরে থাকা টপ অর্ডার ব্যাটসম্যান। বিসিবির ঠিক করে দেওয়া সময় অনুযায়ী মাঠে ফিরে আলাদা একটা স্বস্তি হচ্ছে তার, ‘প্রায় সাড়ে চার মাস পর ব্যাট হাতে নিলাম, ব্যাট করলাম। একটু ভিন্ন অনুভ‚তি। খুব ভালো লাগছে আসলে। বাসাতেও যদিও বা আমরা কাজ করেছি, জিম করেছি। কিন্তু ব্যাট করা হচ্ছিল না, চার মাস পর সুযোগ পেলাম।’
সামনে খেলার কোন সূচি না থাকায় চোট থেকে সেরে উঠা ইমরুল নিজেকে পুরো তৈরি করার জন্য বড় এক সুযোগ দেখছেন, ‘আশা করি সুযোগটা আমরা কাজে লাগাতে পারব। এখন একটা ফাঁকা সময় আছে। আমাদের স্কিল আর ফিটনেস নিয়ে কাজ করতে পারব। আমার মনে হয় খুব ভালো সময় খেলোয়াড়দের জন্য যদি আমরা সময়টা কাজে লাগাতে পারি তবে আরেক ধাপ এগুতে পারব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।