Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইক স্পর্শ করায় বিবস্ত্র করে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

এক ব্যক্তির মোটরবাইক স্পর্শ করার ‘শাস্তি’ হিসেবে দলিত এক যুবককে বিবস্ত্র করে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। এ ঘটনা ঘটল কর্ণাটকে। রাজ্যের বিজয়পুরা জেলার টালিকোট এলাকার মিনাজি গ্রামের ওই ঘটনার নিন্দা চলছে ভারতব্যাপী। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়ে বলেছে, দলিত বর্ণের ওই যুবক ভুল করে কথিত উঁচুবর্ণের সেই ব্যক্তির মোটরবাইকে হাত দিয়ে ফেলেন। এই ‘অপরাধে’ তার ওপর চড়াও হয় কথিত উঁচুবর্ণের সেই লোকটির সহযোগী-স্বজনরা। দলিত যুবকটিকে রাস্তায় ফেলে নগ্ন করে সাপের মতো পেটানো হতে থাকে। বর্ণবাদী-সাম্প্রদায়িক এ আক্রমণের হাত থেকে রেহাই পাননি সেই দলিত যুবকের স্বজনরাও। তাদেরও বাড়ি থেকে তুলে এনে পেটায় কথিত উঁচুবর্ণের লোকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বর্বরোচিত নির্যাতনের ভিডিও ছড়ানোর পর পুলিশ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ বলছে, যারা এই কান্ড ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইক-স্পর্শ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ