Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজের কার্যক্রম শুরু হতেই আবার করোনার হটস্পট মক্কা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:২৪ পিএম

সউদী আরবের পবিত্র মক্কা নগরীতে আবারো করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গতকাল পবিত্র এ নগরীতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে। এতে করে ফের দেশটির করোনার হটস্পটে পরিণত হয়েছে মক্কা।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, সউদী আরবে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৬৫ জনের দেহে নতুন করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ সময়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৪৮ হাজার ৪১৬ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৪৪৭ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে মক্কায় ২২৪ জন, এর পরেই আছে রাজধানী রিয়াদে ২১২ জন, জেদ্দাহতে ১৮৯ জন, আল হাফুফে ১৮২ জন।
জানা যায়, শনিবার পর্যন্ত সউদী আরবে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর ১ লাখ ৯৪ হাজার ২১৮ জন সুস্থ হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সরকারের তত্ত্বাবধানে তারা দৈনিক ৬৫ হাজার টেস্ট করাচ্ছে। দ্রুততার সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ