মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকের কাছে একটি তেল কোম্পানিতে হামলার দায় স্বীকার করেছে আইএস। রোববার তারা ওই হামলা চালায়। চারজন আইএস সদস্য ইরাকি নর্থ অয়েল কোম্পানির চার কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে। তারা আত্মঘাতী বেল্ট পরে বাই হাসান তেলক্ষেত্রে যায়। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে এক আত্মঘাতী আইএস সদস্য সেখানেই বোমার বিস্ফোরণ ঘটায়। পরে নিরাপত্তা রক্ষীরা অন্য হামলাকারীদের হত্যা করে। আইএস তাদের নিজস্ব বার্তাসংস্থা আমাক-এ এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। পুলিশ জেনারেল সারহাদ কাদের জানান, এর আগে তারা কিরকুকের উত্তর-পশ্চিমাঞ্চলে বাজওয়ানে এবি গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে। আইএস এ হামলার দায়দায়িত্ব স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে তারাই এ হামলা চালিয়েছিল। কারণ এর আগেও তারা এই গ্যাস ক্ষেত্রে একই ধরনের হামলা চালিয়েছিল। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।