Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্ত বচ্চন পরিবার সুস্থ হয়ে উঠছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১১:৫১ এএম
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি আছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। সেখানে তাদের সঙ্গে চিকিৎসাধীন রয়েছেন শাহেনশার পুত্রবধূ ঐশ্বর্য ও নাতনি আরাধ্যা। তবে তারা সকলেই এখন শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 
সম্প্রতি হাসপাতালের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, 'বচ্চন পরিবারের সবাই এখন সুস্থ আছেন। চিকিৎসায় সবাই ভালো সাড়াও দিচ্ছেন। বর্তমানে তাদের আইসোলেশন কক্ষে রাখা হয়েছে। খুব শিগগিরই অমিতাভ ও অভিষেককে হাসপাতালে আনা হবে। তবে ঐশ্বরিয়ার এখনও হালকা কাঁশি রয়েছে। তাই আরও কিছুদিন তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।
 
অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক করোনা আক্রান্ত হওয়ার পরপরই গেল ১১ জুলাই নানাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর হঠাৎই ঐশ্বরিয়া ও আরাধ্যার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাদেরকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তবে এর আগে মা ও মেয়ে দুজনেই বাড়িতেই সেল্ফ কোয়ারেন্টিনে ছিলেন।
 
এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যোগাযোগ রাখছেন বিগ বি। সম্প্রতি এই টুইট বার্তায় তিনি জানিয়েছেন, 'আনন্দের সময় হোক কিংবা কষ্টের সময়, আমার কাছের আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, আমার অনুরাগীরা সর্বদাই ভালোবাসা ও প্রার্থনা করেছেন। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাই।'


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ