Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রেসিডেন্ট নির্বাচনের ফল মানার প্রতিশ্রুতি দিলেন না ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১০:৪০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনের ফলাফল মেনে নেয়ার প্রতিশ্রুতি দিতে এবারও আপত্তি জানিয়েছেন। ফক্স নিউজকে সাক্ষাৎকার দেয়ার সময় রবিবার ট্রাম্প বলেন, এত আগে এ কথা বলতে চাই না। ‘দেখুন, আমাকে বিষয়টা দেখতে হবে…বিষয়টা দেখতে হবে।’ ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের আগেও এমন মন্তব্য করেন।

করোনার কারণে এবারের নির্বাচন ট্রাম্পকে ভিন্ন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন শতশত মানুষ মারা গেলেও ট্রাম্প দাবি করছেন, তিনি ভালোভাবেই করোনা সামাল দিচ্ছেন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৯৬ হাজার ৮৫৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ২৬৯ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ২ হাজার ৩৩৮ জন।

এদিনের সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে আক্রমণ করতেও ছাড়েননি ট্রাম্প, ‘বাইডেন নিচু, মানসিকতায় নিচু। সে প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশকে ধ্বংস করে ফেলবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ