Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভিয়েতনামে অগ্নিকান্ডে এক পরিবারের ৬ জনের মৃত্যু

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় নগরী কা মাউয়ের একটি বাড়িতে রোববার ভোরে এক অগ্নিকা-ে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়। বাড়িটি ইট ও কাঠ দিয়ে তৈরি। অনলাইন পত্রিকা তিয়েন ফোংয়ে বলা হয়েছে, প্রদেশের কা মাউ নগরীতে এই অগ্নিকা-ে ৫৮ বছর বয়সী এক শিক্ষক মারা গেছেন। তারা নাম ত্রাণ কুয়াং তিয়েন। এই ঘটনায় তার স্ত্রী ত্রাণ কিম আনহ্ (৫৯), তাদের ২৮ বছর বয়সী মেয়ে, ২৩ বছর বয়সী ছেলে, ৬ বছর বয়সী ভাইপো ও ৯ বছর বয়সী ভাইঝি মারা গেছে। বাড়িটিতে অনেক দাহ্য সামগ্রী ছিল এবং সেখানে বহির্গমনের কোন দরজা ছিল না। অগ্নিকা-ের সময় থিয়েনের ৭০ বছর বয়সী বোন পাশের বাড়িতে ঘুমাচ্ছিলেন। প্রতিবেশীরা তাকে রক্ষা করেন। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিয়েতনামে অগ্নিকান্ডে এক পরিবারের ৬ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ