Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্রান্তদের নিয়েই মাঠে ফুটবল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

অনাকাক্সিক্ষত বিরতির পর জাম্বিয়ান সুপার লিগ পুনরায় শুরুর আগে তুমুল সমালোচনার মুখে পড়েছে। জন্ম দিয়েছে বিতর্কের। কারণটাও খুব গুরুতর; লিগ টেবিলের শীর্ষে থাকা ফরেস্ট রেঞ্জার্সের খেলোয়াড়-স্টাফ মিলে মোট ২৮ জন করোনাভাইরাস আক্রান্ত; তারপরও তাদের ম্যাচ খেলতে বলা হয়েছে।

লিগের ২০১৯-২০ আসর পুনরায় শুরুর কয়েক ঘণ্টা আগে শনিবার সকালে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে তাদের ৫৮ জনের করোনাভাইরাস পরীক্ষায় ২৮ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে ১৭ জন খেলোয়াড়। ক্লাবের মুখপাত্র ক্রিস্টিনা জুলু জানিয়েছেন, সপ্তাহের শুরুতে করা পরীক্ষায় দলের সবার নেগেটিভ এসেছিল। তবে তারা খেলতে প্রস্তুত, ‘জানাকোর বিপক্ষে আমাদের ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী হবে। আমাদেরকে এটাই বলা হয়েছে।’ রেঞ্জার্সের খেলোয়াড়-স্টাফের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর নাকি জানে না জাম্বিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (এফএজেড)। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাদের কিছু জানায়নি।

এদিকে, জাম্বিয়ার ক্রীড়া মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, শনিবার লিগ অবশ্যই মাঠে ফিরতে হবে। দেশটির শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতার এখনও ১০ রাউন্ড খেলা বাকি। লুসাকা ডায়নামোসের থেকে ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে রেঞ্জার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাঠ-ফুটবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ