Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ফেনীতে আরো ৩২ জনসহ মোট আক্রান্ত ১০৮৫ জন

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ৯:৫৩ পিএম

ফেনীতে নতুন করে আরো ৩২ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে প্রাপ্ত প্রতিবেদনে ১৪৭ টি নমুনা রিপোর্ট থেকে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ১০৮৫ জন। আজ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,নতুন শনাক্তকৃতদের মধ্যে সদর উপজেলায় ৪ জন,ছাগলনাইয়া উপজেলায় ৬ জন, ফুলগাজী উপজেলায় ৬ জন,পরশুরাম উপজেলায় ৯ জন, সোনাগাজী উপজেলায় ৪ জন ও দাগনভূঁঞা উপজেলায় ৩ রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১০৮৫ জন করোনা আক্রান্ত রোগী মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৮ জন, মারা গেছে ২৬ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফেনী জেলায় মোট ৬ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ