Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনীতির দম বন্ধ করেছে লকডাউন : বলসোনারো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আরোপ করা লকডাউন পদক্ষেপ অর্থনীতিকে ধ্বংস এবং অর্থনৈতিক ব্যবস্থার দম বন্ধ করে দিয়েছে। কিছু রাজ্য ও পৌর শহরের লকডাউনের কথা উল্লেখ করে তিনি বলেন, চাকরি ও বেতন না থাকায় মানুষ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। লকডাউন তাদের হত্যা করছে। ব্রাসিলিয়ার আলভোরাদা প্রাসাদের প্রাঙ্গণে সমর্থকদের সঙ্গে দেখার করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মাস্ক পরা ছিলেন এবং সবার থেকে কয়েক মিটার দ‚রত্ব রেখেই কথা বলেন। তার অভিযোগ, কারফিউ জারি করে কিছু কিছু রাজনীতিবিদ অর্থনীতির দম বন্ধ করে দিয়েছেন। চলতি বছরে মহামারীর প্রভাবে ব্রাজিলের অর্থনীতি ছয় দশমিক চার শতাংশে সংকুচিত হয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ৭ জুলাই কোভিড-১৯ পরীক্ষায় বলসোনারোর পজিটিভ এসেছে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ