বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাইতে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন প্রায় চারগুন রোগী। রোববার (১৯ জুলাই) বিভাগের ৪ জেলায় ভর্তি আছেন ৮০৮ জন রোগী। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২০৯ জন রোগী। উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছেন সিলেটে। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জেলায় ৩৪৭ জন রোগী। এছাড়া সুনামগঞ্জে ২৫১, হবিগঞ্জে ১৫৯ ও মৌলভীবাজারের ৫১ জন। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী আছেন সিলেটে ৯১, মৌলভীবাজারে ২৫, সুনামগঞ্জে ৩৭ ও হবিগঞ্জে ৫৬ জন। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোববার (১৯ জুলাই) পর্যন্ত বিভাগে ৬৬০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটে ৩৪৩০ জন, সুনামগঞ্জ ১২৭৮, মৌলভীবাজারে ৮৩৯ ও হবিগঞ্জে ১০৫৫ জন। অন্যদিকে বিভাগে এ পর্যন্ত ২৭৩২ জন করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন। সুস্থদের মধ্যে সিলেট ৮৯১ জন, সুনামগঞ্জে ৯৩৯, মৌলভীবাজারে ৪২৮ ও হবিগঞ্জে ৪৭৪ জন। আর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিভাগে মারা গেছেন ১১৮ জন। এর মধ্যে সিলেট ৮৮, সুনামগঞ্জে ১২, মৌলভীবাজার ১০ ও হবিগঞ্জে ৮ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।