বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে আরো ৮৫ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। গত চব্বিশ ঘণ্টায় ৩৮০ জনের নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ শনাক্ত হয়। করোনায় মারা গেছেন আরো দুইজন। সুস্থ হয়েছেন ২৭ জন।
রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৫টি করোনা ল্যাবে ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে ৮৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৭৫৪ জন।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৪ টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৮ টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬১ টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবিতে ১৮ জন, বিআইটিআইডিতে ২২ জন, চমেক ল্যাবে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তবে সিভাসু ল্যাবের পরীক্ষায় কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৩টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। কিন্তু এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এবং ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।
২৪ ঘণ্টায় চট্টগ্রামে দুই জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ২২৩। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫৯৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।