Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নিলামে ডু প্লেসির ব্যাট আর গোলাপি জার্সি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

করোনা শুরু হওয়ার পর থেকেই অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসছেন ক্রিকেটারেরা। দুস্থ মানুষের হাতে নগদ অর্থ ও খাবার তুলে দিচ্ছেন তারকা ক্রিকেটাররা। অনেকেই নিজের ব্যবহৃত খেলার সরঞ্জাম নিলামে তুলে প্রাপ্ত অর্থ অসহায়দের জন্য দান করেছেন। করোনায় দক্ষিণ আফ্রিকায় খাবারের কষ্টে থাকা অসহায় শিশুদের সাহায্যের জন্য যেমন ব্যাট ও জার্সি নিলামে তুলতে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি।
অসহায় শিশুদের সাহায্যের জন্য ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‌্যান্ড তহবিল গঠনের লক্ষ্যে নেমেছে হিলসন আফ্রিকা ফাউন্ডেশন। এই সংস্থাটিকেই নিজের ব্যাট ও ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে পরা গোলাপি জার্সি নিলামে তুলতে দিয়েছেন ডু প্লেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাতব্য কাজের জন্য তাঁকে মননোয়ন করেছেন আফ্রিকার আরেক মারকুটে ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স ও স্বদেশী রাগবি খেলোয়াড় সিয়া কোলিসি। করোনাকালে এই প্রথম সাহায্য করছেন না ৩৬ বছর বয়সী ডুপ্লেসি। এর আগেও স্ত্রীকে সঙ্গে নিয়ে ৩৫ হাজার শিশুর খাদ্যের জন্য তহবিল সংগ্রহে সাহায্য করেছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাট-গোলাপি-জার্সি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ