Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৩ জুলাই থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৫:৫৬ পিএম

সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক। সে কারণে বিদেশ গমনেচ্ছু বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সম্মানিত যাত্রীগণকে সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত নি¤œরূপ নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

১। যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে
২। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে
৩। কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্ট করা পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন
৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি প্রদান করতে হবে।


নি¤েœ বর্নিত ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাতে হবে:
১। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)
২। চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)
৩। কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআরে ফিল্ড ল্যাবরেটরি)
৪। কুমিল্লা মেডিকেল কলেজ
৫। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে (এনআইএলএমআরসি)
৬। ঢাকার ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (এনপিএমএল-আইপিএইচ)
৭। ঢাকার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম)
৮। নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল
৯। খুলনা মেডিকেল কলেক (খুমেক)
১০। কুষ্টিয়া মেডিকেল কলেজ
১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)
১২। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
১৩। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)
১৪। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ
১৫। রংপুর মেডিকেল কলেজ (রমেক)
১৬। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন- বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com, বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬

 



 

Show all comments
  • Manan ১৯ জুলাই, ২০২০, ৫:০০ পিএম says : 0
    ধন্যবাদ আপনাদের
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ