Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৩৪১, মৃত্যু, ৫

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৪:৩৫ পিএম

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন রাজশাহীতে দুই জন ও বগুড়ায় তিনজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫১ জন।
দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, শনিবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮১৫ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১২৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৪০৭৪ জন।
ডা. জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৬৫ জন, চাঁপাইনবাগঞ্জের ৪৫ জন, নওগাঁর ৩৯ জন, নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ২৭ জন, বগুড়ায় ৭১ জন, সিরাজগঞ্জে ৩৮ জন ও পাবনায় ৪৩ জন।
তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪০৫১ জন। এছাড়াও রাজশাহীতে ২০৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৮৬ জন, নওগাঁয় ৭৭৯ জন, নাটোরে ৩৪০ জন, জয়পুরহাটে ৬২৫ জন, সিরাজগঞ্জে ১০২৪ জন ও পাবনায় ৬৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১২৭ জন। এর মধ্যে রাজশাহীতে ১৭ জন, নওগাঁয় ১২ জন, নাটোরে একজন, বগুড়ায় ৭৮ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। সরকারি হিসেবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪০৭৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৬০২, চাঁপাইনবাবগঞ্জে ৯৭ জন, নওগাঁয় ৫৩৮ জন, নাটোরে ১১৫ জন, জয়পুরহাট ১৮৫ জন, বগুড়ায় ২০৬৫ জন, সিরাজগঞ্জ ২০৭ জন ও পাবনায় ২৬৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ