মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে জাপান। জাপানে কোভিড-১৯ সংক্রমণের হার ক্রমেই বেড়ে চলেছে। বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৬ শতাধিক রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার সেই রেকর্ড ভেঙ্গে গেছে। -রয়টার্স, বিবিসি, পার্সটুডে
জানা গেছে, নতুন করে যেসব মানুষ কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন। তার অর্ধেকই রাজধানী টোকিওর বাসিন্দা। গত বৃহস্পতিবার ২৮৬ জন এবং শুক্রবার ২৯৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। জরুরি অবস্থাসহ বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকেই দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়ছে।
কানাগাওয়া, সাইতামা ও চিবাতসহ জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ওসাকাতেও সংক্রমণ বেড়েছে। এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৯৮ জন মারা গেছে। সুস্থ প্রায় ১৯ হাজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।