Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো, আক্রান্ত প্রায় দেড় কোটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ২:১৬ পিএম

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে ইতোমধ্যে ছয় লাখের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক কোটি সাড়ে ৪০ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ৭৮ লাখের বেশি মানুষ। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬৫ জনে দাঁড়িয়েছে।
গত ১১ জানুয়ারিতে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল। করোনায় মৃত্যুর তথ্য বলছে, ১১ জানুয়ারি প্রথম মৃত্যুর পর ২ এপ্রিল ৫০ হাজার ছাড়ায় করোনায় মুত্যু। এরপর ১০ এপ্রিল এটি এক লাখ, ১৭ এপ্রিল দেড় লাখ, ২৬ এপ্রিল দুই লাখ, ৫ মে আড়াই লাখ, ১৫ মে ৩ লাখ, ৭ জুন ৪ লাখ ও ২৮ জুন পাঁচ লাখ ছাড়িয়ে যায়। সর্বশেষ ১৮ জুলাই এসে ছয় লাখ ছাড়াল।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৪৭ হাজার ২৩৭ জন এবং মারা গেছেন এক লাখ ৩৯ হাজার ২৫৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১১ লাখ সাত হাজার ২০৪ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৩২৮ জন, মারা গেছেন ৭৭ হাজার ৮৫১ জন এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৮ হাজার ৫২০ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩১৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৪ হাজার ৮০৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।
প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১০ লাখ তিন হাজার ৮৩২ জন, মারা গেছেন ২৬ হাজার ৬০২ জন এবং সুস্থ হয়েছেন ছয় লাখ ৩৫ হাজার ৭৫৭ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন দুই হাজার ৫৪৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন এক লাখ আট হাজার ৭২৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ