বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন। গত চব্বিশ ঘণ্টায় ৯৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৯ শতাংশ।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৬৬৯ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১১ জন।
শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৯৩৬টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩৮টি নমুনা পরীক্ষা করে ৫৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ২৫ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২৩৮টি নমুনা পরীক্ষা করে ২৬ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২২৬টি নমুনা পরীক্ষা করে ৩২জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭৭টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬টি নমুনা পরীক্ষা হয়েছে।
তাদের মধ্যে ৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নতুন শনাক্ত ১৮০ জনের মধ্যে নগরীর ১০৩ জন এবং উপজেলার বাসিন্দা ৭৭ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ২২১ জন। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৭ হাজার ৩৭২।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।