মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) নয় কোটিরও বেশি সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই এ আদেশের একটি খসড়া তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার একাধিক স‚ত্রের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীনে ক্ষমতাসীন দলটির সদস্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হলে এর আওতায় পড়বেন দেশটির শীর্ষ ধনী এবং ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। নতুন নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিসিপি সংশ্লিষ্ট ও তাদের পরিবারের সদস্যদের ভিসাও বাতিল করা হতে পারে। শুধু চীনা কমিউনিস্ট পার্টির ৯ কোটি ২০ লাখ সদস্যই নয়, দেশটির সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মির সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্র ভ্রমণের সুবিধা সীমিতকরণ বা পুরোপুরি নিষিদ্ধের পরিকল্পনাও করছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন বলছে, সিসিপির অভ্যন্তরীণ ও বৈশ্বিক কর্মকান্ডের জন্য তাদের সাজা হওয়া দরকার। সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের সঙ্গে দলটির সদস্যদের বৈষম্য অনেক বেড়ে গেছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার গুঞ্জনের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানইং বলেছেন, এ খবর যদি সত্যি হয় তাহলে সেটি হবে ট্রাম্প প্রশাসনের নেয়া ‘উৎপীড়ক কৌশল’। চীন যা করছে তার সবকিছুই হুমকি মনে করা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।