Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সাড়ে ৬ হাজার আক্রান্ত : মৃত্যু ১১৩ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ৪:১৩ পিএম

প্রায় সাড়ে ৬ হাজারে এখন করোনা আক্রান্ত রোগী সিলেট বিভাগে। এরই মধ্যে সিলেটের সবকটি উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। মৃত্যু হয়েছে ১১৩ জনের। সুস্থ হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২২ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ৩ জন। এছাড়া এ ভাইরাস জয়ে করে আরও ৫০ জন বাড়ি ফিরেছেন। একই সময়ে ১৬ জন ব্যক্তি ভর্তি হয়েছেন হাসপাতালে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়। বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে সিলেট জেলা। জেলাটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৩ জন। মৃত্যু হয়েছে ৮৫ জনের। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে হাওর অঞ্চল সুনামগঞ্জ। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৯ জন। মৃত্যু হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন। এছাড়া তৃতীয় অবস্থানে থাকা হবিগঞ্জে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। আক্রান্তের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে সিলেটের মৌলভীবাজার। জেলাটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১৭ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৫৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৩ জন।
এদের মধ্যে ৯০জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬০ জন ও মৌলভীবাজারে ২৫ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় সিলেট বিভাগ, সিলেটের সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২২ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা। যাদের মধ্যে ৪৭ জন সিলেটের, ১৪ জন সুনামগঞ্জের, ২২ জন হবিগঞ্জের ও মৌলভীবাজারন ৩৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ৫০ রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১৫ জন সিলেটের, ১৬ জন সুনামগঞ্জের ও ১৯ জন হবিগঞ্জের। একই সময়ে সিলেটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন। এর মধ্যে সিলেটে ২ জন ও সুনামগঞ্জে ১ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনরত রোগীর সংখ্যা ২৩জন। এরমধ্য ১১ জন সিলেটের, ১২ জন সুনামগঞ্জে। এদিকে একই সময়ে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র প্রাপ্তের সংখ্যা ৪৩জন। এর মধ্যে ৮ জন সিলেটের, সুনামগঞ্জের ১৮ জন ও হবিগঞ্জের ১৭ জন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট অফিস সূত্র জানায়, সিলেট বিভাগে আজ শুক্রবার (১৯ জুন) সকাল পর্যন্ত ৬ হাজার ৪০৬ জন শনাক্ত হয়েছেন করোনায়। এর মধ্যে সিলেটে ৩ হাজার ৩২৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৪৯ জন, হবিগঞ্জে ১ হাজার ১৭ জন ও মৌলভীবাজারে ৮১৭ জন। বিভাগে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ২ হাজার ৫৪৫ জন রোগী সুস্থ হয়েছেন করোনায়। এর মধ্যে সিলেটে ৭৭৫, সুনামগঞ্জে ৯১৮, হবিগঞ্জে ৪৬৬ ও মৌলভীবাজারে ৪০৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিভাগে ১১৩ জন মারা গেছেন করোনায়। এর মধ্যে সিলেটে ৮৫ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৮ জন করে ১৬ জন ও সুনামগঞ্জে ১২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ