পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সামাজিক দূরত্ব নিশ্চিতসহ নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত খুলে দেয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার ‘সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ’র ব্যানারে অনুষ্ঠিত পদযাত্রা থেকে এ দাবি তোলা হয়। সংগঠনের আহবায়ক মোমতাজউদ্দি মেহেদীর নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল,সৈয়দ মামুন মাহবুব,রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ অংশ নেন। প্রধান বিচারপতির বাসভবন অভিমুখে এ পদযাত্রা শুরু হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে। কিন্তু আদালতের প্রধান ফটক বন্ধ থাকায় পদযাত্রা বাধাপ্রাপ্ত হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা বলেন,আইন পেশা আজ গভীর খাদে পড়ে আছে। বিচারপ্রার্থী ও জনগণ তাদের আইনগত মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভার্চুয়াল কোর্ট কখনও নিয়মিত আদালতে বিকল্প হতে পারে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী সুপ্রিম কোর্টের গেট বন্ধ করে দেয়ায় আইনজীবীরা আদালত কম্পাউন্ডের বাইরে বের হতে পারেননি। সমাবেশে আইনজীবীরা ৫ দফা দাবি পেশ করেন। এর মধ্যে রয়েছে (১) অবিলম্বে সুপ্রিম কোর্টসহ সারা দেশের নিয়মিত আদালত খুলে দিতে হবে। (২)সুপ্রিম কোর্টসহ সকল বিচারাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার জন্য যথাপোযুক্ত পদক্ষেপ নিতে হবে। (৩) ২০২০ -২০২১ সালের সুপ্রিম কোর্ট ও বিচারিক আদালতের সব ঐচ্ছিক ছুটি বাতিল করতে হবে। (৪) দেশের সব আদালতে চার মাস যাবত নিয়মিত কোর্ট বন্ধ থাকায় ৬০ হাজার আইনজীবীকে সরকারি কোষাগার থেকে আর্থিক প্রণোদনা হিসেবে ১ লাখ টাকা করে দিতে হবে এবং (৫) আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জামানতবিহীন ও সুদমুক্ত ৫ লাখ টাকা ৫ বছর মেয়াদী ব্যক্তিগত ব্যাংক লোনের ব্যবস্থা করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।