Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘তওবা করোনা মহামারির দাওয়া ’

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ১২:০১ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী বলেছেন, পৃথিবীতে যত রোগ বালাই আসে সবই আমাদের অপরাধের ফল। কাজেই এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তওবা করতে হবে। এ করোনা মহামারি থেকে মুক্তির জন্য আল্লাহ তায়ালার কাছে তওবা করতে হবে। এ করোনা মহামারির দাওয়া হচ্ছে তওবা। আসুন সবাই তওবা করি এতে করে আল্লাহ তায়ালা আমাদেরকে মাফ করে দিবেন।
গত বুধবার বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা আয়োজিত সংক্ষিপ্ত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন। দোয়া মাহফিলে ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভ‚ইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শামসুল হক মাস্টার, মুফতি কাউচার আহমাদ, ডা. ইব্রাহিম আলী, মুহা. রাকিবুল হাসান, মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, যুবনেতা জয়নুল আবেদিন, ছাত্রনেতা মোবারক হুসাইন, শেখ সাদী, শ্রমিক নেতা এম.এম. মাহাদী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তওবা

২৮ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ