Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাসকিনের বোলিং পারফেক্ট!

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ বিশ্বকাপ চলাকালে ধর্মশালায় আম্পায়ার এস রবি এবং রড টাকার বাংলাদেশ পেস বোলার তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। সন্দেহের বশবর্তী হয়ে করেছিলেন তারা রিপোর্ট। ওই রিপোর্টের প্রেক্ষিতে চেন্নাইয়ের ল্যাবরেটরিতে বায়ো মেকানিক্স পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছে তাসকিনকে। সেই পরীক্ষায় বিফল হয়ে তাসকিনের উপর পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার খড়গ। বোলিং অ্যাকশন সংশোধন করে তাসকিনকে পুনরায় আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পাঠানোর কথা ভাবছে বিসিবি। তার জন্য তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়াও হয়েছে শুরু। বিসিবি’র এক কোচের তত্ত¡াবধানে চলছে তাসকিনের বোলিং অ্যাকশন সংশোধনের কাজ। ওই কোচের পূর্ণ সন্তুষ্টি রিপোর্ট না পাওয়া পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো হচ্ছে না তাসকিনকে। তবে তাসকিনের বাউন্সার ডেলিভারি নিয়ে সন্দেহ পোষণ করে যে রিপোর্ট দিয়েছিলেন আম্পায়ার এস রবি এবং রড টাকার, স্টক ডেলিভারি বাউন্সারে সেই সমস্যা কিন্তু দেখছেন না বোলিং রিভিউ কমিটির সদস্য এবং জাতীয় দলের সাবেক লেগ স্পিনার ওমর খালেদ রুমী। গতকাল নেটে তাসকিনের বোলিং গভীরভাবে পর্যবেক্ষণ করে এমনটাই বলেছেন রুমীÑ ‘খালি চোখে যা দেখেছি, তাতে মনে হচ্ছে ওর বোলিং একদম পারফেক্ট। কোনো সমস্যা নেই। আগে যা দেখছি, তখনো সমস্যা মনে হয়নি। জানি না কেন সাসপেক্ট করা হয়েছিল ওকে (তাসকিনকে)। বাউন্সারে সমস্যা ছিল, বলা হচ্ছে। গতকাল তো কোনো সমস্যা দেখলাম না। মাঠে নামলেও কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না।’
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে দলে ফিরতে ব্যাকুল তাসকিন নিজের উন্নতিতে সন্তুষ্টÑ ‘আমাদের দেশেও এখন উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। অনেক বিশেষজ্ঞ কাজ করছেন আমার সঙ্গে। তাদের মতামত ও আমার আত্মবিশ্বাস মিলিয়ে এখন আমি অনেক খুশি। এর আগে আমার অ্যাকশন দেখে তারা বলেছিলেন, উন্নতি হয়েছে। আজকের ভিডিও দেখার পর যদি আরো উন্নতির কথা বলেন, সেক্ষেত্রে আমার আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। এভাবে উন্নতির ধারা থাকলে অল্প সময়ের মধ্যেই পরীক্ষা দেওয়ার তৈরি হয়ে যেতে পারবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাসকিনের বোলিং পারফেক্ট!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ