Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিওতে বাংলাদেশের ৭ ক্রীড়াবিদ কার লড়াই কবে, কোথায়?

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বহুল কাক্সিক্ষত রিও অলিম্পিক শুরু হচ্ছে আগামী ৫ আগস্ট। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে পর্দা উঠছে অলিম্পিক গেমসের ৩১তম আসরের। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে প্রথমবারের মতো বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশ নেন। সাফল্য না পেলেও এরপর ধারাবাহিকভাবে অলিম্পিকের প্রতিটা আসরেই তারা লাল-সবুজ নিয়ে হাজির হন। রিও অলিম্পিকে বাংলাদেশ খেলবে পাঁচটি ডিসিপ্লিনে। এগুলো হলোÑ অ্যাথলেটিক্স, সাঁতার, গলফ, আরচ্যারী ও শুটিং। এই পাঁচ ডিসিপ্লিনে লাল-সবুজের ৭ ক্রীড়াবিদ লড়বেন। যাদের মধ্যে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। বাকিরা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে খেলছেন। রিও অলিম্পিকে খেলতে যাওয়া বাংলাদেশের সাত ক্রীড়াবিদরা হলেনÑ সিদ্দিকুর রহমান (গলফ), আবদুল্লাহ হেল বাকি (শুটিং), মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার (অ্যাথলেটিক্স), মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা (সাঁতার) এবং শ্যামলী রায় (আরচ্যারী)।
রিও অলিম্পিক গেমসের উদ্বোধনী দিন ৫ আগস্ট লড়াইয়ে নামবেন বাংলাদেশের তরুণ নারী তীরন্দাজ শ্যামলী রায়। ব্রাজিলের সাম্বাড্রাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় রিকার্ভ বো ইভেন্টের ব্যক্তিগত র‌্যাংকিং রাউন্ডে খেলবেন তিনি। এই বাধা টপকাতে পারলেই শ্যামলী খেলবেন ১/৩২ অ্যালিমিনেশন রাউন্ডে। লাল-সবুজের এই নারী তীরন্দাজের সেরা স্কোর ৬১৮ পয়েন্ট। শ্যামলী চার বছর আগে দক্ষিণ কোরিয়ার কি-কোবে আন্তর্জাতিক আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ৬৭১ পয়েন্ট অর্জন করে স্বর্ণ জিতেছিলেন।
৮ আগস্ট এবারের অলিম্পিকের তৃতীয় দিনে শুটিং রেঞ্জে দাঁড়াবেন বাংলাদেশের কৃতী শুটার আবদুল্লাহেল বাকি। অলিম্পিক শুটিং রেঞ্জে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে লড়বেন গøাসগো কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক জয়ী এই শুটার। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় তার ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এই রাউন্ডে সাফল্য পেলে বাকি খেলবেন ফাইনাল রাউন্ডে। বাকির ক্যারিয়ার সেরা স্কোর ৬২৭/৬২৮ পয়েন্ট। কিছুদিন আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬২২.৮ স্কোর করে তিনি ৩০তম স্থান অর্জন করেছিলেন। দেশসেরা এই শুটার যদি তার এই স্কোর অব্যাহত রাখতে পারেন, তাহলে তিনি হয়তো বাছাই রাউন্ড পেরিয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছতে পারবেন। তবে পদক অনেক দূরে। কারণ গত অলিম্পিকে লন্ডনে রোমানিয়ার অ্যালিন মোলদিভিয়ানু ৭০২.১ স্কোর করে স্বর্ণ জিতেছিলেন। আর র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে থাকা ড্যানিশ শুটার মাগনুস বাকেনের স্কোর ছিল ৬৯১.৫।
১১ আগস্ট রিও অলিম্পিকের গলফ কোর্সে ব্যক্তিগত স্ট্রোক প্লেতে খেলতে নামবেন প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া গলফার সিদ্দিকুর রহমান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় লড়াইয়ে নামবেন তিনি। অলিম্পিক র‌্যাংকিংয়ে ৫৬তম স্থানে থেকে প্রথম বাংলাদেশী হিসেবে অলিম্পিকে কোয়ালিফাই করা সিদ্দিকুরের বর্তমান বিশ্ব র‌্যাংকিং ৩১০। তার চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা বহু গলফারই খেলবেন ১১২ বছর পর অলিম্পিক গেমসে ফেরা গলফে। তবুও যেহেতু গলফ হবে ব্যক্তিগত ইভেন্টে, তাই কিছুটা হলেও আশাবাদী সিদ্দিকুর।
এবারের আসরের উদ্বোধনী ভেন্যু অলিম্পিক স্টেডিয়াম। মাদার ইভেন্ট অব গেমস খ্যাত অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামের ট্র্যাকে। ১২ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের যোগ্যতা প্রমাণ করতে ট্র্যাকে নামবেন বাংলাদেশের দ্রæততম মানবী শিরিন আক্তার। ২২ সেকেন্ডের এই প্রিলিমিনারি রাউন্ড পেরুলে তার জায়গা হবে রাউন্ড-১ এ। শিরিনের ক্যারিয়ার সেরা টাইমিং ১১.৯৯ সেকেন্ড। এর পরদিনই ট্র্যাকে নামবেন লাল-সবুজের দ্রæততম মানব মেজবাহ আহমেদ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রিলিমিনারি রাউন্ডে খেলবেন তিনি। রিওতে পুরুষদের ইভেন্টে ৭১ ও মহিলাদের ইভেন্টে ৫৬ জন অ্যাথলেটের নাম নিবন্ধন হয়েছে বলে জানা গেছে। লন্ডনে উসাইন বোল্ট ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছিলেন আর অষ্টম স্থান অধিকারী আসাফা পাওয়েল নিয়েছিলেন ১১:৯৯ সেকেন্ড। মেজবাহর সেরা টাইমিং ১০.৪৩ সেকেন্ড। তবে এটা হ্যান্ডবটাইমিং। যা ইলেক্ট্রোনিক্স টাইমিংয়ে আরও আধা থেকে এক সেকেন্ড বেড়ে যাবে। অলিম্পিক হিটের নিবন্ধন মান পুরুষদের ক্ষেত্রে ১০.১৬ সেকেন্ড এবং মহিলাদের ক্ষেত্রে ১১.৩২ সেকেন্ড। ফলে এক্ষেত্রে বলাই যায়, বাংলাদেশের এই দু’অ্যাথলেট অনেক পিছিয়ে রয়েছেন।
গেমসের ষষ্ঠ দিনে ১১ আগস্ট অলিম্পিক অ্যাকোয়াটিকস স্টেডিয়ামে সাঁতারে পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে বাংলাদেশ সময় রাত দশটায় পুলে নামবেন মাহফিজুর রহমান সাগর। ২০১২ সালে সাগর লন্ডনে ২৪.৬৪ সেকেন্ড সময় নিয়ে ৫৮ জন সাঁতারুর মধ্যে ৩৯তম হয়েছিলেন তিনি। আর নিজ হিটে হয়েছিলেন চতুর্থ। বর্তমানে তার সেরা টাইমিং ২৪.০২ সেকেন্ড। এ ইভেন্টে ফ্রান্সের ফ্লোরেন্স মানডাউ ২১.৩৪ সেকেন্ড নিয়ে অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন। আর লন্ডনে যিনি অষ্টম হয়েছিলেন সেই অস্ট্রেলিয়ান ইমন সুলিভান সময় নিয়েছিলেন ২১.৯৮ সেকেন্ড। বর্তমানে বিশ্ব চ্যাম্পয়নশিপে এটি ২১ সেকেন্ডের কাছাকাছি চলে এসেছে। সাগর পুলে নামার পরদিনই মহিলাদের ৫০ মিটার ফ্রি স্টাইল হিটে সোনিয়া আক্তার টুম্পা একই সময়ে লড়বেন হিটে। টুম্পার সেরা টাইমিং ৩০.৮৫ সেকেন্ড। যা দিয়ে প্রাথমিক পর্ব পার হওয়ার আশাও করা যায় না। কারণ লন্ডন অলিম্পিকে মহিলাদের সর্বনি¤œ টাইমিং ছিল ২৪.৬৯ সেকেন্ড। তাই অলিম্পিকে এখন পর্যন্ত হিট পেরুনোটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সাঁতারুদের জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিওতে বাংলাদেশের ৭ ক্রীড়াবিদ কার লড়াই কবে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ