Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার দৌলতপুরে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ৩:১৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার শেহালা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিলকজান খাতুন (৪৫) ও হাজেরা খাতুন (৬০) কে গাঁজাসহ আটক করা হয়। এরা রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার ইসমাইল মন্ডল ও ককিল মন্ডলের স্ত্রী। পুলিশ জানায়, মাদক পাচারের গেপান সংবাদ পেয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানের নির্দেশে দৌলতপুর থানা পুলিশ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা দক্ষিণপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তিলকজান খাতুন ও হাজেরা খাতুনকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হলে আদালতে সোপর্দ করা হয়। এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা ও পাচার করে আসছিল বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজাসহ আটক

১০ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ