নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর দিনেই মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার ফ্য্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আগামী ৩ ডিসেম্বর শুরু হবে প্রতিযোগিতাটির দশম আসর। বিগ ব্যাশের সূচি গতকাল প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফাইনাল হবে আগামী ৬ ফেব্রুয়ারি।
অ্যাডিলেইড ওভালে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেইড স্ট্রাইকারের ম্যাচ দিয়ে শুরু হবে বিগ ব্যাশ। একই দিনে ব্রিজবেনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। বিবৃতিতে সিএ জানায়, দুই মাস ধরে হতে যাওয়া টুর্নামেন্টটিতে ম্যাচ হবে ৬১টি। মেয়েদের বিগ ব্যাশের সূচিও এদিন প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। ৫৯ ম্যাচের টুর্নামেন্টটি হবে ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। বিগ ব্যাশ লিগের প্রধান অ্যালিস্টার ডবসন জানান, করোনাভাইরাসের এই চ্যালেঞ্জিং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন তারা। ক্রিকেটার, স্টাফ সবার সুরক্ষা নিশ্চিত করেই শুরু হবে টুর্নামেন্টটি।
ভারত-অস্ট্রেলিয়ার দিবা-রাত্রির টেস্ট শুরু হবে ১১ ডিসেম্বর, অ্যাডিলেইড ওভালে। সিরিজের দ্বিতীয় টেস্টের এই পাঁচ দিন বিগ ব্যাশের কোনো ম্যাচ রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজের বাকি দুটি টেস্ট হবে ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।