মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সন্ত্রাসী হামলায় পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে ৮ সদস্য নিহত হয়েছেন। এছাড়া, এতে আহত হয়েছে আরো ৫ সেনা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা পঞ্জগুরে সেনাবাহিনীর একটি গাড়ি বহর লক্ষ্য করে এই সন্ত্রাসী হামলা চালানো হয়।
এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি। হামলাকারীরা স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল ব্যবহার করছিল বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। মঙ্গলবারের ঘটনায় ৩টি সামরিক জানকে টার্গেট করে গুলি ছোরা হয়। তবে সেনারা হামলাকারীদের কোনো জবাব দিতে পারেনি।
হামলার স্থানটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
গত এক দশক ধরেই সমগ্র পাকিস্তানে তৎপর রয়েছে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনগুলো। বেলুচিস্তানে প্রায়ই সামরিক বাহিনী, সরকারি স্থাপনা ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর সংশ্লিষ্টদের টার্গেট করে হামলা হয়। প্রদেশটি পাকিস্তানের সবথেকে বড় তবে জনসংখ্যার বিচারে সবথেকে ছোট। এখানে চীনের প্রায় ৬০ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।
সূত্র: আল-জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।