গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী নেজামে ইসলাম পার্টির সভাপতি লালখান বাজার মাদরাসার মহাপরিচালক প্রবীণ রাজনীতিবিদ মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন থেকে তিনি জটিল রোগে ভুগছেন জানিয়ে তার পুত্র মুফতি হারুন ইজহার জানান, দীর্ঘ কারাভোগ এবং সেই সাথে ন্যূনতম সুযোগ-সুবিধাও না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার পিতার জরুরি চিকিৎসা দরকার উল্লেখ করে তিনি বলেন, কারাগারে তিনি ন্যায্য চিকিৎসা পাচ্ছেন না। তাকে উন্নত চিকিৎসা দেয়া না হলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। মুফতি হারুন ইজহার বলেন, আমরা তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বিগ্ন। মুফতি ইজহার হৃদরোগ, কিডনির সমস্যা, পাইলস, ব্রেইন ও চোখের সমস্যায় ভুগছেন। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। দু’টিতে তিনি জামিনে আছেন। বাকি চারটি মামলায় এখনো জামিন হয়নি। নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের নেতারা মুফতি ইজহারকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।