Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক রেজিষ্টারের মৃত্যু

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৬:৫১ পিএম

দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তির পাঁচ দিনের মাথায় আজ মঙ্গলবার মৃত্যুবরন করেছেন এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিউটের সাবেক রেজিষ্টার মোঃ আবদুল জলিল (৭৬) এর বাড়ী শহরের দক্ষিন বালুয়াডাঙ্গা এলাকায়।

জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস সাংবাদিকদের জানান, গত ৮ জুলাই করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করা হয়। এম আবদুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তার পজেটিভ হয়। এর মধ্যে শ্বাস কষ্ট দেখা দিলে গত ১২ জুলাই তাকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ১৪ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় তার মৃত্যু হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের অর্গানাইজারের সদস্যরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে দাফনকার্য সম্পন্ন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ