মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রবিবেশী ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি নানা ইস্যুতে চীন-ভারত ¯œায়ুযুদ্ধ চলছে। দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। এমন পরিস্থিতিতে চীনের পিপলস লিবারেশন আর্মির ২৩ লাখ সেনা সদস্যকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানত যুদ্ধজয়ের লক্ষ্যেই এই পদক্ষেপ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধের জন্যই ২৩ লাখ সেনা সদস্যকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে চীন। ভারতের হিন্দি দৈনিক জাগরণের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে এটা পরিষ্কার হচ্ছে যে আলোচনার টেবিলে সমাধান খোঁজার বদলে তরবারির ডগাতেই সমস্যা মেটাতে চাইছেন তিনি।
সংবাদ মাধ্যমটির খবরে আরও বলা হয়েছে, ভারতের সীমান্ত পেরিয়ে চীনের সেনা যে একাধিকবার প্রবেশের চেষ্টা করেছে তাও প্রমাণিত। সম্প্রতি ভারতের উত্তরাখ-ের মুখ্যমন্ত্রী হরিশ রাউতও চীনা প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। উত্তরাখ--চীন সীমান্ত দিয়েই ভারতে ঢোকার প্রয়াস করেছে সেনারা। প্রশ্ন উঠছে, তবে কি ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন? জাগরণের খবরে বলা হয়েছে, ক্ষমতায় আসার পর থেকে গত চার বছরে চীনা সেনাবাহিনী পিএলএ-কে ঢেলে সাজিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের বৃহত্তম এই সেনাবাহিনীর সঙ্গে তাদের প্রতিবেশী দেশগুলোর সীমান্ত অতিক্রম নিয়ে বিতর্ক অবশ্য কিছু কমেনি। দক্ষিণ চীন সাগর নিয়ে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। সমুদ্রসীমা বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় তাদের পক্ষে যায়নি। এই নিয়ে প্রচ- ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। এ অবস্থায় প্রতিবেশী ভারতের সঙ্গে চীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তোলা হচ্ছে পত্রিকার প্রতিবেদনে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।