বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় এক সাংবাদিকসহ নতুন ৩২ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৩২ জন করোনায় আক্রান্ত হলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে করোনা পজিটিভের বিষয়টি সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার নিশ্চিত করেছেন।
নতুন করোনায় আক্রান্তরা হলেন, শহরের পলাশপোল এলকার সাংবাদিক শাহ আলম (৪৭), মোঃ জাকির হোসেন (৪৩), ফারজানা সুলতানা (৩৩), মঞ্জু (৪০), তার স্ত্রী রাবেয়া খাতুন (৩৫), দক্ষিণ পলাশপোলের এস,এম রাশেদুজ্জামান (৪৭), একই পরিবারের উম্মে কুলসুম (৩০), ইটাগাছার আব্দুল মালেক ((৮৯), সুলতানপুরের শাহিন (৪৭), সুলতানপুর কাজী পাড়ার রুহান (৩), উত্তর কাটিয়ার আকবর হোসেন (৪৩), লবসার মফিজুল ইসলাম (৩৮), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তৌহিদা (৫৭), শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসের নেছার আলী (৫৫), একই উপজেলার সামছুন্নাহার (৫২),ইমরান (৩০),শ্যামনগর থানার সুধীর দেবনাথ (২৮), বাদঘাটা গ্রামের আনিসুর (১৮), ইসলামপুর গ্রামের নূর ইসলাম (৬০), একই গ্রামের নাজমুন নাহার (২৫), পাতরাখোলা গ্রামের আব্দুল আজিজ (৫৩), ধুমঘাট গ্রামের রাশিদুল (৪২), কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের রফিকুল (৫০), গদোখালী গ্রামের শাহাজান কবীর (৪৬), কলারোয়া বাজারের হোসনেয়ারা (৬০), কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের এস,কে আহসানউল্লাহ (৪০),তারালী গ্রামের মমতা (৫৫), কুশলিয়া গ্রামের ভজোহরি রায় (৮০), ভাড়াশিমলা গ্রামের তন্ময় হালদার (নামের তালিকায় বয়স নেই), ভাড়াশিমলার খামারপাড়ার মোঃ রহমত আলী (৪৭), তারালী গ্রামের মোঃ গফফার সরদার (৬৫), বিলকাজলা গ্রামের প্রদীপ কুমার ঢালী (৩১)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।