মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব ইসিদ পার্লামেন্টে আস্থাভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। দেড় বছর ক্ষমতায় থাকা ইসিদ দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যা মোকাবিলায় ব্যর্থতার জন্য সমালোচিত হচ্ছিলেন। গত শনিবার পার্লামেন্টে মোট ১১৮ জন সদস্য তাকে পদচ্যুতির পক্ষে ভোট দেয়। তারা যে তার পক্ষে ভোট দিতে যাচ্ছে না, সেটা তারা অধিবেশন শুরুর আগেই জানিয়ে দিয়েছিল। বিষয়টি ৬৭ বছর বয়স্ক ইসিদও বুঝতে পেরেছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা এখনো নিশ্চিত নয়। আজ সোমবার এ নিয়ে আলোচনা শুরু হবে। আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়ায় এই পটপরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। ইসিদের জোট সরকারের চারটি গ্রুপ ছিল। এগুলোর মধ্যে ছিল পার্লামেন্টের বৃহত্তম শক্তি আন নাহদা পার্টি এবং নিদা তিউনেস। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।