Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরাকী প্রতিরক্ষামন্ত্রীর দাবি আইএস নেতারা সপরিবারে মসুল ছেড়ে চলে যাচ্ছে

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) অনেক নেতা পরিবার-পরিজন নিয়ে ইরাকের মসুল থেকে সিরিয়ার দিকে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় শহরটিতে ইরাকি বাহিনীর আসন্ন অভিযানের মুখে আইএস নেতারা সিরিয়ায় যাওয়ার চেষ্টা করছে বলে দাবি ইরাকের প্রতিরক্ষামন্ত্রীর। বার্তা সংস্থার খবরে বলা হয়, গত শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-ওবেইদি ওই দাবি করে বলেন, মসুলে আইএসের অনেক পরিবার ও নেতা তাদের সম্পত্তি ইতোমধ্যেই বিক্রি করে দিয়েছে। তারা গোপনে সিরিয়ার উদ্দেশে মসুল ছেড়েছে। আইএসের একটা অংশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলের দিকেও যাওয়া চেষ্টা করছে বলে মন্ত্রী দাবি করেন। ২০১৪ সালে আইএস ইরাকের যে ভূখ- দখল করেছিল, তার অন্তত অর্ধেকের নিয়ন্ত্রণ তারা হারিয়েছে। তারা সিরিয়ায়ও ভূখ- হারিয়েছে। ইরাকের মসুলে আইএসের এখনো হাজারো যোদ্ধা আছে বলে ধারণা করা হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকী প্রতিরক্ষামন্ত্রীর দাবি আইএস নেতারা সপরিবারে মসুল ছেড়ে চলে যাচ্ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ