Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন আরো এক দিন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৯:৪৬ এএম

করোনায় মৃত্যুহীন আরো একটি দিন দেখল চট্টগ্রাম। টানা দুই দিন কারো মৃত্যু হয়নি । হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরো ১৭ জন। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন।
মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয় চট্টগ্রামের ছয়টি ল্যাবে মোট ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬৭ জনের। নতুন আক্রান্ত ৯৬ জন মহানগরীর বাসিন্দা। ৭১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা এখন পর্যন্ত ১১ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২১৬ জন। হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন ১৪১৪ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৩৯৫ জন। মোট সুস্থ ৬৮০৯ জন। চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয় ৩ এপ্রিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ