Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত মাসে তিন হাজার শরণার্থীর মৃত্যুর রেকর্ড

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সতর্কতার পরেও এ বছর প্রাণহানির বিপর্যয় আরো বাড়তে পারে
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপগামী শরণার্থীদের জন্য সবচে ভয়ানক বছর হিসেবে বিবেচনা করা হয় ২০১৫ সালকে। অথচ ইউরোপ যাত্রায় ২০১৫ সালের অনেক বেশি ভয়াবহ বছর ২০১৬ সাল। গত বছর প্রথম ৭ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যায় ১ হাজার ৯৭০ জন। চলতি বছর একই সময়ে মারা গেছে ৩ হাজার ৩৪ জন। অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০১৫ সালে মারা যায় মোট ৩ হাজার ৭৭১ জন। গত বছরের প্রথম ৭ মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে শরণার্থী মৃত্যুর পরিমাণ ৫৪ শতাংশ বেশি। বিশ্লেষকরা মনে করছেন, বিভিন্ন সময় সতর্কতা দেয়ার পরও ২০১৬ সাল শরণার্থী মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে মনে হচ্ছে। কারণ মানবাধিকার সংস্থাগুলোর নিরাপদ যাত্রার আহ্বান বারবার উপেক্ষিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ক্লিনিকের পরিচালক নিয়েলস ফ্রেজেন বলেন, ২০১৫ সালে মোট শরণার্থী মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তার মতে, আমি এধরনের সংকট প্রত্যাশা করি না। যত দ্রুত সম্ভব এর সমাধান হওয়া উচিত। বিভিন্ন সময়ে সতর্কতা দেয়া সত্ত্বেও ২০১৬ সাল শরণার্থী মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে মনে হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর নিরাপদ যাত্রার আহ্বান বারবার উপেক্ষিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ক্লিনিকের পরিচালক নিয়েলস ফ্রেজেন বলেন, ২০১৫ সালে মোট শরণার্থী মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি আরো বলেন, আমি এধরনের সঙ্কট প্রত্যাশা করি না। যত দ্রুত সম্ভব এটার সমাধান হওয়া উচিত। সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর নীতি আর মানবিক দিক উপেক্ষার ফলে এটা হয়েছে। শরণার্থীদের অনিরাপদ যাত্রা পশ্চিমা দেশগুলোর অভিবাসন নীতিকে প্রশ্নের মুখে ফেলেছে। ফ্রেজেন বলেন, শরণার্থীদের নিরাপত্তা ইস্যুতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে অতি ডানপন্থীদের প্রভাব পশ্চিমা দেশগুলোর অভিবাসন নীতিকে কঠোর করে তুলছে। হাঙেরি এবং ইউরোপীয় ইউনিয়নের পশ্চিমাঞ্চলের দেশগুলোর কঠোর অবস্থানের কারণে শরণার্থী ইস্যুতে ইইউ-তুরস্ক আলোচনা বন্ধ হয়ে গেছে। এটা শরণার্থী নীতিকে প্রভাবিত করেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাত মাসে তিন হাজার শরণার্থীর মৃত্যুর রেকর্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ