Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

আদালত ভেঙে দিলেন মালির প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

গত কয়েক মাস ধরে চলা সহিংস বিক্ষোভের মধ্যেই দেশের সাংবিধানিক আদালত ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাচার কেইতা। শুক্রবারও দেশটির বিভিন্ন স্থানের সড়কগুলোতে হাজারও মানুষের অংশগ্রহণে ওই বিক্ষোভ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট কেইতা বলেছেন, তিনি এ ধরনের সহিংসতা সহ্য করবেন না। গত মার্চে পার্লামেন্ট নির্বাচনে দেশটির একটি প্রদেশের নির্বাচনী ফল নিয়ে বিতর্কিত রায় দেওয়ার পর থেকেই এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে জনমানুষ প্রেসিডেন্ট কিয়েতার পদত্যাগ দাবি করে আসছেন। স্থানীয় সময় শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট কেইতা এ ঘোষণা দেন। বিক্ষোভকারী শুক্রবারও দেশটির পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে মালির দীর্ঘদিনের জিহাদি দ্বন্দ্ব, নিরাপত্তা রক্ষায় ব্যর্থতা, অর্থনৈতিক সমস্যা ও বিতর্কিত নির্বাচনের জন্য প্রেসিডেন্ট কেইতার পদত্যাগ দাবি করেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালির-প্রেসিডেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ