Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলিম্পিকে প্রথম মার্কিন হিজাবধারী

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আসছে আগস্ট মাসে ব্রাজিলের রিও ডি জেনিরোয় বসছে ক্রীড়ামহাযজ্ঞ অলিম্পিক। রেকর্ড আর মাইলফলকের ভিড়ে অভিনব এক খবর পাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন। প্রথমবারের মত হিজাব বা শালীন পোশাক পরিহিত মার্কিন অলিম্পিক দলের সদস্য হচ্ছেন ইবতিয়াজ মোহাম্মদ! দেশটির হয়ে ফেন্সিংয়ে অংশ নিবেন। এমন খবর দিয়েছে মার্কিন দৈনিক হাফিংটন পোস্ট। খবরে বলা হয়েছে, উইমেন স্যাবার ওয়ার্ড কাপে ব্রোঞ্জ জয় করে ব্রাজিলের রিও অলিম্পিকে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করেন ইবতিয়াজ। মার্কিন ফেন্সিং জীবন বৃত্তান্তে তিনি লিখেছেন, ‘অলিম্পিকের তলোয়ারবাজি দলের সদস্যদের কথা যখন মনে করে তখন বেশিরভাগ মানুষই আমার মতো মানুষের কথা ভাবে না। সৌভাগ্যক্রমে আমি বেশিরভাগ মানুষের দলে পড়ি না। কঠোর পরিশ্রম, উৎসর্গিত মনোভাব, অধ্যবসায় মধ্য দিয়ে মার্কিন ক্রীড়াদলের সদস্যদের নিয়ে ইতিহাস রচনা করবো আমি।’ ধর্ম, জাতি বা লিঙ্গ কখনোই পথের বাধা হয়ে দাঁড়ায় না তাই প্রমাণ করার জন্য অলিম্পিকে অংশ নিচ্ছেন বলেও জানান ১৩ বছর বয়স থেকেই তলোয়ারবাজি করা নিউ জার্সি অঙ্গরাজ্যের ইবতিয়াজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিম্পিকে প্রথম মার্কিন হিজাবধারী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ