Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়াল একশ, আক্রান্ত ৫ হাজার ৭৯৬ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ৩:৫৮ পিএম

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়াল একশত। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ২৮ জন, সুনামগঞ্জের ৮ জন এবং হবিগঞ্জ জেলার ৬ জন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জের একজন এবং মৌলভীবাজার জেলার একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার (১২ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৭০ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৭০ জন, হবিগঞ্জে ৮৯৯ জন ও মৌলভীবাজারের ৬৫৭ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১০১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৮ জন, সুনামগঞ্জে নয়জন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় আটজন রয়েছেন।
সিলেট বিভাগে ২ হাজার ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬৬৭ জন, সুনামগঞ্জের ৮২১ জন, হবিগঞ্জের ৩৮৪ জন ও মৌলভীবাজার জেলার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৯৮ জনকে।
করোনা আক্রান্ত ২৩৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬৪ জন ও মৌলভীবাজারে ২৭ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, 'গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোন আক্রান্ত হয়ে বিভাগে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ