বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. শেখ আবু শাহীন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেে বলেছেন, সিভিল সার্জনসহ যশোরে নতুন আরো ১৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে যশোর ২৫০ বেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় আক্রান্ত হয়েছিলেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রোববার দুপুর পর্যন্ত যশোরে মোট করোনায় আক্রান্ত ৯ শ ৮৩ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। যবিপ্রবি জানায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের পরীক্ষায় রোববারের ফলাফলে চার জেলার আরো ৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদিকে যশোরের ডেপুটি সিভিল সার্জনও ক্যানসারে আক্রান্ত। ফলে জেলা স্বাস্থ্য প্রশাসনে এক ধরণের শূন্যতা তৈরি হয়েছে। এই অবস্থায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মীর আবু মাউদকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।