বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর তানোর উপজেলায় এক সহকারী শিক্ষা অফিসার ও তার ছেলে এবং এক ওষুধ ব্যবসায়ীসহ নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার রির্পোটে তাদের কোভিড-১৯ পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন জানান, গত ২৪ ঘণ্টায় তানোর উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন উপসর্গ থাকায় গত ৭ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।
আক্রান্তরা হলেন, উপজেলার পাঁচন্দর গ্রামের আহাদ আলী (৪০), আমশো মেডিকেল মোড়ের বৃষ্টি ফার্মাসির স্বত্বাধিকারী জালেক (৩৮), সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক (৪০) ও তার ছেলে আহনাফ সিদ্দিক (৯) এবং গোল্লাপাড়া এলাকার রুনা (১৭)।
আক্রান্তদের বাড়ি লকডাউনসহ নিজ নিজ বাসস্থানে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি জানান, নতুন আক্রান্ত এই ৫ জন নিয়ে তানোরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।