বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ক্ষতিকর নকল সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে চট্টগ্রামে একজনকে অর্থদন্ড এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। কারখানায় তৈরি ও বাজারে ঢুকে পড়া নকল সুরক্ষা সামগ্রীর বিরুদ্ধে গতকাল শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নগরীর জেল রোডের মানিক এন্টারপ্রাইজ ও জমজম কেমিক্যাল অ্যান্ড পারফিউমারীতে অভিযান চালিয়ে মানিক এন্টারপ্রাইজের মালিক মানিক ঘোষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অভিযান দেখে জমজম কেমিক্যাল অ্যান্ড পারফিউমারী দোকানের মালিক মনসুর আলী দোকান বন্ধ করে পালিয়ে যান। দোকানটি সিলগালা করে দেওয়া হয়। উমর ফারুক জানান, ওই দুুটি প্রতিষ্ঠান নকল হ্যান্ড সেনিটাইজারসহ ক্ষতিকর সুরক্ষা সামগ্রী নগরী এবং জেলার বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছে। কিছু অসাধু ব্যক্তি অতিরিক্ত লাভের আশায় নিজেরাই বিভিন্ন প্রকার রাসায়নিক মিশ্রণে মাধ্যমে এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বাজারজাত করে আসছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।