নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আগামীকাল ভারতের গৌহাটিতে পর্দা উঠছে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১২তম আসরে। গেমসকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া দলের ১৭৪ জনের প্রথম বহরটি গতকাল ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। আজ ১৫০ জনের দ্বিতীয় বহরটি যাচ্ছে। এই বহরের অন্যতম দল ভারোত্তোলন। এর আগে ২০১০ সালে ঢাকা এসএ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণপদকটি আসে ভারোত্তোলন ডিসিপ্লিন থেকেই। ১১তম এসএ গেমসে দেশসেরা ভারোত্তোলক হামিদুল ইসলাম জয় করেছিলেন দেশের পক্ষে প্রথম স্বর্ণপদক। এবারও পদক জয়ের ধারাবাহিকতায় থাকতে চায় ভারোত্তোলন। স্বর্ণপদকের প্রত্যাশায় দেশ ছাড়বে ১৯ সদস্যের বাংলাদেশ ভারোত্তোলক দলটি। দলে ১৫ জন পুরুষ ও মহিলা ভারোত্তোলক রয়েছেন। গৌহাটি-শিলং এসএ গেমসে পুরুষ ভারোত্তোলকদের মধ্যে ৫৬ কেজি ওজন শ্রেনীতে মিজানুর রহমান, ৬২ কেজিতে মোস্তাইন বিল্লাহ, ৬৯ কেজিতে শিমুল কান্তি সিংহ, ৭৭ কেজিতে হামিদুল ইসলাম, ৮৫ কেজিতে মাইনুল ইসলাম, ৯৪ কেজিতে মো: আব্দুল্লাহ আল মমিন, ১০৫ কেজিতে ফরহাদ আলী এবং ১০৫ কেজি প্লাসে ফিরোজ মাহমুদ অংশ নেবেন। এবারই প্রথমবারেরমত এসএ গেমসে অন্তর্ভুক্ত হয়েছে মহিলা ভারোত্তোলন। বাংলাদেশ মহিলা দলে রয়েছেন ৪৮ কেজিতে মোল্লা সাবিরা, ৫৩ কেজিতে জহুরা আক্তার রেশমা, ৫৮ কেজিতে ফুলপতি চাকমা, ৬৩ কেজিতে মাবিয়া আক্তার সিমান্ত, ৬৯ কেজিতে রোকেয়া সুলতানা সাথী, ৭৫ কেজিতে ফিরোজা পারভীন এবং ৭৫ প্লাস কেজিতে জহুরা খাতুন নিশা। জাতীয় মহিলা ভারোত্তোলন দলের কোচ শাহরিয়া সুলতানা সূচি মনে করেন এবার বাংলাদেশের মেয়েরা এসএ গেমসে স্বর্নপদক জয় করবে। তিনি বলেন,‘আমরা প্রায় ছয় মাসের অনুশীলনে একটি শক্তিশালী দল গড়তে পেরেছি। আমি আশাবাদি এই দল নিয়ে। প্রত্যাশা করছি গৌহাটি-শিলং এসএ গেমসে স্বর্ণসহ বেশ ক’টি পদকের। এক্ষেত্রে মোল্লা সাবিরা, জহুরা আক্তার রেশমা, ফুলপতি চাকমা, মাবিয়া আক্তার সিমান্ত, রোকেয়া সুলতানা সাথী, ফিরোজা পারভীন এবং জহুরা খাতুন নিশা এদের মধ্যে যে কেউ স্বর্ণপদক জিতবেন বলে আশারাখি। একাধিক স্বর্ণের পাশাপাশি রৌপ্য ও ব্রোঞ্জপদক জিততে পারবে বাংলাদেশ মহিলা ভারোত্তোলন দল।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।