Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তি মিললো মুক্তিযোদ্ধার

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ড্র’র অভিশাপ থেকে মুক্তি মিললো মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের। এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে টিম বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মুক্তিযোদ্ধা। গতকাল দাপটের সঙ্গে খেলে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে মুক্তিযোদ্ধা। দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড মুসা দুটি ও অপর ফরোয়ার্ড জাবেদ একটি গোল করেন। প্রথমার্ধে বিজয়ী দল পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে ছিল। ৩৫ মিনিটে মুক্তিযোদ্ধা প্রথম গোলের দেখা পায়। এ সময় নাইজেরিয়ান মিডফিল্ডার সাইমন বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়লে তাকে অবৈধভাবে বাধা দেন আরামবাগের ডিফেন্ডার আব্দুল হামিদ। রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দেন। সেইসঙ্গে আব্দুল হামিদকে হলুদ কার্ড দেখান তিনি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরোয়ার্ড মুসা ১-০। ম্যাচের ৩৭ ও ৩৮ এবং ৬২ মিনিটে ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি আরামবাগ। বরং ভাগ্যের সহায়তায় আরো গোল হজম করতে হয়নি তাদের। ৬৫ মিনিটে মুক্তিযোদ্ধার মিডফিল্ডার সোহাগের দুর্দান্ত শট গোলকিপার-অধিনায়ক মিতুলের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে বাইরে চলে যায়। পরের মিনিটে গোলমুখে বদলি মিডফিল্ডার স্বপনের হেড আরামবাগের ক্রসবারে লেগে ফিরে আসে। ৮০ মিনিটে ডি-বক্সে বল পেয়ে মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড মুসা আগুয়ান গোলকিপার মিতুলকে কাটিয়ে প্লেসিং শটে আরামবাগের জালে পাঠিয়ে দেন ২-০। মিনিট পাঁচেক পর আবারও গোল পেয়ে যায় মুক্তিযোদ্ধা। এবার বদলি ফরোয়ার্ড জাবেদ একক প্রচেষ্টায় পেনাল্টি বক্সে ঢুকে দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার শটে বল আরামবাগের জালে পাঠিয়ে দেন ৩-০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তি মিললো মুক্তিযোদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ