বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর বাউফলে বিদুৎস্পৃষ্টে মোঃ ইমরান(২০) নামে একজন বিদুৎ শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২ টার দিকে বাউফল পৌরসভার ৪ নং ওয়ার্ডের মীরা বাড়ী এ ঘটনা ঘটে। আহত ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে দশমিনা উপজেলার লক্ষীপুর গ্রামের জামাল মুসল্লীর ছেলে।
আহতের ভাই মোর্শেদ জানান, আমি ও আমার ভাই ইমরান পল্লী বিদুতের ঠিকাদারের কাজ করে থাকি। আজ সারা দিন বিদুৎ সাট ডাউন থাকার কথা জানান বাউফল পল্লীবিদুৎ অফিসের লাইনম্যান । তাই সারাদিন বিদুৎ না থাকার কথা শুনে আমি ও আমার ভাই ইমরান পৌরসভার ৪ নং ওয়ার্ডের মীরা বাড়ী বিদুৎ লাইনের কাজ করতে থাকি। এ সময়ে বিদুৎ অফিস থেকে হঠাৎ কে বা কাহারা বিদুতের লাইন সচল করায় ইমরান বিদুৎস্পৃষ্ট হয় এবং সিটকে নীচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।