বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার আশুলিয়ায় রুস্তম আলী নামের এক ঝালমুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার আশুলিয়ার ভাদাইলের সাধু মার্কেট এলাকার আলেকুজ্জমানের বাড়ির পাশে তার নিজের ফাঁকা জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রুস্তম আলী (৪০) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আগরদারি গ্রামের বাসিন্দা। তিনি তার ২য় স্ত্রীসহ স্থানীয় আলেকুজ্জমানের বাড়িতে ভাড়া থেকে ঝাঁলমুড়ির ব্যবসা করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা ভুঁইয়া জানান, ওই এলাকার ফাঁকা জায়গায় নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এই ফাঁকা জায়গা কিভাবে আসলো রুস্তম আলী। ফলে ময়না তদন্তেরর প্রতিবেদন ছাড়া মৃত্যু কারন নিশ্চিত হওয়া অসম্ভব। তবে এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।