Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার রাশিয়ান ভারোত্তোলক দল বহিষ্কৃত

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সা¤প্রতিক ডোপ সংক্রান্ত ঘটনায় আবারো রাশিয়ার জন্য বড় দুঃসংবাদ বয়ে আনলো ভারোত্তোলক দল। রিও গেমসে আট সদস্যের শক্তিশালী রাশিয়ান ভারোত্তোলক দলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ও মহিলা ভারোত্তোলকরা রয়েছেন। এ সম্পর্কে আন্তর্জাতিক ভারোত্তোলক ফেডারেশন (আইডবিøউএফ) এক বিবৃবিতে জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারোত্তোলনের গুরুত্ব বেশ কয়েকবার খর্ব হয়েছে শুধুমাত্র রাশিয়ার কারনে। সে কারণেই আইডবিøউএফ এই ধরনের কঠিন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে। লন্ডন অলিম্পিকে আরটেম ওকুলোভ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েছিলেন। এছাড়া আলবেগভ ব্রোঞ্জ ও মহিলা ভারোত্তোলক কাশিরিনা রৌপ্যপদক জয় করেছিলেন। আইডবিøউএফ বিবৃতিতে আরো জানিয়েছে, এন্টি ডোপিং আইন ভাঙ্গার জন্য কাশিরিনা ও রোমানোভার মনোনয়ন আগেই প্রত্যাহার করে নিয়েছিল রাশিয়া অলিম্পিক কমিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার রাশিয়ান ভারোত্তোলক দল বহিষ্কৃত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ